ইমন খানঃ
গাজীপুর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন,জনগণের জিনিস জনগনকে ফেরত দিতে হবে। গাজীপুর চৌরাস্তায় সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ হাতেখড়ি পাবলিক স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, আমি এই চৌরাস্তায় বড় হয়েছি, চৌরাস্তা, চান্দনা উচ্চ বিদ্যালয় ও ভাওয়াল কলেজ একই সুতোয় গাঁথা। এখানকার সবাইকে আমি চিনি।
এখানে বড় হওয়ার কারনে হয়ত আমি বাংলাদেশের বৃহৎ মহানগরের জেনারেল সেক্রেটারী আওয়ামী লীগের ও নগরের সেবক হিসেবে মেয়র হয়েছি ৩৮ লক্ষ লোকের প্রতিনিধি করছি। কিন্তু দূঃখের বিষয় এখানে ভালো কোন খেলাধুলার মাঠ নেই, জানাজা পড়ানোর মত জায়গা নেই। তিনি আক্ষেপ করে বলেন, ভাওয়াল রাজার সমস্ত জায়গা এইগুলো সিএস হিসেবে ছিল। অনেক গুলো খাল ছিল,এই চৌরাস্তার কিছু পেশীশক্তি সেগুলো আরএস করে নিজের নামে লিখিয়ে নিছে।
বিভিন্ন দপ্তরে গিয়ে দেখলাম ভলিয়ামের কোন কাগজ নাই পাতা ছেড়া। দায়িত্ব যখন নিয়েছি, তা কিন্তু বের করবই। মেয়র আরো বলেন, আল্লাহর মাইর দুনিয়ায় বাইর, কোন লাভ নাই। শক্তিশালীদের পিছনে ঘুরে মনে করতেছেন পাড় পাবেন কখনও না। মেয়র আরো বলেন, বর্তমান প্রজম্মকে এগিয়ে নিতে হলে,নগরে রাস্তা প্রসস্থ করতে হবে, প্রাথমিক ভাবে ৫% লোকের অসুবিধা হবে কিন্তু ৯৫% লোকের ভালো হবে। ঐ ৯৫ % লোকের কাজ হলো ঐ ৫% লোকে কে বুজানো।
যাতে করে মেয়রের সমালোচনা না করে। মেয়র কে ম্যানেজ করতে পারলে আর কোন অাইন থাকে না, তাই তারা পাওয়ারের বাসায় ঘুরাঘুরি করছে। আমি বলছি আসুন, বসুন এই নগর কে আধুনিক ও বাসযোগ্য শহর করতে হলে রাস্তা প্রসস্থ করতে হবে। বাসন থানায় ৬টি ওয়ার্ড সবকটি ওয়ার্ডে খেলার মাঠ,জানাজা নামাজের মাঠ ও ঈদগাহ মাঠ থাকবে। এই কাজগুলো করতে হলে এই কলেজের প্রাক্তন ছাত্র/ ছাত্রীদের সহযোগিতা করতে হবে।
ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে হাতেখড়ি পাবলিক স্কুল এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকের উল্যাহ টুটুল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহর সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম মোকছেদ আলম, ১৬ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি শেখ মোঃ রইজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান, ১৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক এম নজরুল ইসলাম, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সভাপতি মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাস্টার প্রমূখ।