যশোর প্রতিনিধি, রায়হান ইসলামঃ
যশোরের চূড়ামনকাটির সানতলা নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার (১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সাতমাইল থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে যশোর ছেড়ে যাওয়া ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হয় আরও একজন। আহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।