এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
“ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে সকাল সাড়ে ১০টার দিকে র্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । র্যালী শেষে কৃষি অফিসার আরশেদ আলী চৌধুরির পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,নির্বাচন কমিশনার,নূর-উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়াদ্দার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার ফজলুল হক, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি ও সমকাল প্রতিনিধি এম. সাইফুজ্জামান তাজু,সধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু প্রমূখ।
ছাড়াও বিভিন্ন কলেজে, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লখ্য ভোটারদের জাতীয় পরিচয়পত্র(এনআইডি)সরবরাহ শুরু করবে নির্বাচন কমশনার(ইসি)। তবে সীমিত আকারে এই কার্যক্রম শুরু করা হবে। ধিরে ধিরে তা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি।