শহিদুল্লাহ সরকার
গত ০২ মার্চ ২০২০ তারিখে শিশু চুরি হওয়ার অভিযোগ পেয়ে র্যাব-৪ এর একটি চৌকস অভিযানিক দল ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অভিযোগ পাওয়ার ১২ ঘন্টার মধ্যে শিশু চোর (১) জেসমিন (৩৮), জেলা- ফরিদপুর এবং তার সহযোগী ((২) জাহিদ শেখ (৪৩), জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। আসামীর দেওয়া তথ্যমতে চুরি হওয়া ০৭ মাস বয়সের শিশুপুত্র (মোঃ ফাহিম)’কে ফরিদপুর জেলার সালথা থানাধীন বড় খায়েরদিয়া থেকে উদ্ধার পূর্বক শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হলে দুধের শিশুটি ফেরত পেয়ে মা ও শিশুর কান্না ও আহাযারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শিশুটির মা স্কয়ার হাসপাতালে সহকারী নার্স হিসেবে কর্মরত আছে। শিশু ফাহিমকে দেখাশুনার জন্য পারুল বেগম (নানী) এর নিকট রেখে রাত্রিকালীন ডিউটিতে যায়। পারুল বেগম রান্না করার কাজে ব্যস্ত থাকলে সেই সুযোগে জেসমিন নামে শিশু পাচারকারী চোর কৌশলে শিশুটিকে ছাদে নেয়ার কথা বলে চুরি করে খবর পেয়ে র্যাব-৪ ফরিদপুর থেকে শিশু টিকে উদ্ধার ও দুই শিশু চোরকে গ্রেফতার করা হয়।