এম. টুকু মাহমুদ হরিনাকুন্ডুঃ
মাদক‚নারী নির্যাতন‚বাল্যবিবাহ ও আত্মহত্যা বিষয়ে “শিক্ষা কার্যক্রমে ইদানীং কিছু কিছু প্রচারণা বা সচেতনতার উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু তাও পর্যাপ্ত নয়। কারণ প্রতিটি স্কুল-কলেজে মাদ্রাসাতে এ ব্যাপারে ব্যাপক উদ্যোগ থাকা দরকার”। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিনাকুন্ডুর ভাইনা শহীদ মোশারফ-দলিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে মাদক‚নারী নির্যাতন‚বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
হরিনাকুন্ডু উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ,জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি(জাইকা’র) সহযোগীতায়, ভাইস চেয়ারম্যান রেশমা খাতুনের সভাপতিত্তে, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১১ টার সময়ে একটি প্রতিরোধ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আশরাফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ছমির উদ্দীন,জোড়াদাহ পুলিশ ফাড়ি ইনচার্জ টিটু,জাতীয় মাদকবিরোধী ফোরামের দপ্তর সম্পাদক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক সোহরাব হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাভেদ আক্তার,নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম প্রমূখ।
উল্ল্যেখ্য মাদক‚নারী নির্যাতন‚বাল্যবিবাহ ও আত্মহত্যা বিষয়ক প্রতিরোধ ক্যাম্পেইন বিশেষ করে সরকারি কর্মকর্তা বৃন্দ,রাজনৈতীক নেত্রী বৃন্দ, শিক্ষক,ইমাম‚ কাজী‚ ছাত্র ছাত্রী ‚ অভিভাবক ‚সাংবাদিক ‚ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ ।
পরে এক জমকালো সঙ্গিতানুষ্ঠান ও নাট্য চিত্র, পরিবেশনার মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।