শহিদুল্লাহ সরকার
আক্রান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ মার্চ বিকেলে সাভার উপজেলার আক্রান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান- এমপি, বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,
সাভার থানা সেচ্ছাসেবকলীগ এর সভাপতি নজরুল ইসলাম, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ এবং পুলিশ বাহিনী,স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাভার উপজেলার সকল শিক্ষা অনুরাগী ও দলীয় নেতা কর্মি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজারো মানুষ অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার্থীদের লেখা পড়ার সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের সরকার,তিনি আরো উল্লেখ করে বলেন শিক্ষাই মানব জাতির মেরুদণ্ড, অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষকে অভিনন্দন জানান। বর্তমান সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতি মন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি তিনি বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিনোদন এর প্রয়োজন আছে আছে বলে তিনি মন্তব্য করেন। অঙ্গিকার ব্যক্ত করে তিনি আরো বলেন আমাদের সরকার শিক্ষা খাতে প্রচুর অর্থ বরাদ্দ দিচ্ছে, মঞ্জুরুল আলম রাজিব, বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন- সরকারের সকল স্কুলের শিক্ষার্থীর সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, অনুষ্ঠান। আমাদের সরকার সন্ত্রাস, মাদক, মানুষের সম অধিকার নিশ্চিতে বদ্ধ পরিকর। বিশেষ করে আমার উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠানটি ভাবগাম্ভির্যকতায় সম্পন্ন করার জন্য প্রাণ ঢালা অভিনন্দন জানাই। বক্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যেই উৎফুল্লতার সৃস্টি হয়।এর পর সাংস্কুতি, নৃত্য, গান, কবিতা আবৃত্তি সহ অনেক আয়োজন এর মধ্যদিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।