নাহিদ পারভেজ ও সোহেল রানা, কলাপাড়া উপজেলা থেকে,
কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীরা ছন্নছাড়ার মাঝে। নির্বাচিত নেতৃত্ব ছাড়া চলছে চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা চাচ্ছেন নেতৃত্ব দেয়ার মত সৎ, সাহসি , মেধাবী ,পরিশ্রমি শিক্ষিত একজন যোগ্য ছাত্রনেতা। যার হাত ধরে ১২নং চম্পাপুর ইউনিয়নের গোটা ছাত্রসমাজ একত্রিত হবেন।
এ রকম যে, ক’জন সাম্প্রতিক কালে ছাত্রনেতার নাম উঠে এসেছে তাদের মধ্যে যুবরাজ মাসুমের নাম শীর্ষে। ইতিমধ্যে এই ছাত্রনেতা গোটা ১২নং চম্পাপুর ইউনিয়নের ছাত্রসমাজকে সু-সংগঠিত করার কাজে একনিষ্ঠ ভাবে কাজকরে যাচ্ছেন অবিরাম। পাড়া মহাল্লা গ্রাম গঞ্জে চায়ের দোকানে সবজায়গায় যুবরাজ মাসুম নামটি ফুটে উঠেছে। সাধারন ছাত্র ছাত্রীদের পরিচিত মুখ মেধাবী ছাত্র নেতা যুবরাজ মাসুম সকলের কাছেই প্রিয় জানালেন বেশ কীছু ছাত্র-ছাত্রীরা। একটা ভালোকাজের পেছনে যেমন খারাপ মানুষদের কুটকৌশল থেমে থাকেনা তেমনি মাসুমের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয়।রাজনৈতিক কারনে অমানুষিক নির্যাতন করেছেন একটি কু-চক্রী মহল ছড়িয়ে রেখেছেন কুটকৌশলের জাল।
তারপরেও থেমেনেই এই ছাত্র বান্ধব যুবরাজ মাসুম। এবং চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রীয় সদস্য। কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, যুবরাজ মাসুম অত্যান্ত একটি ভালো ছেলে এবং চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ ওর জন্যই একত্রিত। ১২নং চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ জনান, যুবরাজ মাসুম একজন শিক্ষিত ছেলে ওর হাত ধরেই চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ একত্রিত হবেন সবার প্রত্যাশা।
চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা জানান, যুবরাজ মাসুমের সঠিক নেতৃত্ব দেখে আমরা অনেকই আনন্দিত ,ওয়ার্ড ছাত্রলীগ কর্মীরা জানান, মাসুম ভাইয়ের সৎ দিকনির্দেশনায় আমরা অনেক খুশি তাকে চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেয়া হলে আমরা চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগ একটি নতুন দিগন্ত ফিরেপাবো বলে আমার প্রত্যাশা। ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতাকর্মীরা জানান, যুবরাজ মাসুম ভাইয়ের মত একজন যোগ্য নেতার বড়ই অভাব,তাকে সভাপতি হিসেবে দেখতে চাই। স্থানীয় সাংসদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অধ্যক্ষ মহিব্বুর রহমানের একান্ত সাহ্নিধ্যে এসে ঝিমিয়ে পড়া চম্পাপুর ছাত্রসমাজের হালধরেন শক্ত হাতে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবরাজ মাসুম জানান, আমাকে চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেয়া হলে ইউনিয়নের সকল ছাত্রলীগ কর্মীদের নিয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিসালী করার জন্য নিরলস ভাবে কাজ করেযাবো। এক পেশে সাধারন ছাত্র- ছাত্রীদের রায় এই মানুষ টির ওপর থাকায় খরশ্রোতা নদীরমত কে থামায় তাকে।যত তাড়াতাড়ি সম্ভব চম্পাপুর ছাত্র সংসদ নির্বাচন দেয়াহোক,তাতেই মঙ্গল ছাত্রনেতৃত্বের জন্য।।