নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশিতা বেগম (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে হোটেলে কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারি শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।
সোমবার বিকেলে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়।
পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে মহিপুর থানা-পুলিশকে অবহিত করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশিতার লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।