গাজীপুর প্রতিনিধি:নাজমুল ইসলাম, গাজীপুরের শ্রীপুরে গেজেট আইন বাতিল ও বন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবী নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ শনিবার বিকেলে শ্রীপুর বাজারে পৌর মুক্ত মঞ্চের সামনে এডভোকেট শাহীন আলমের সভাপতিত্বে ও নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আবহায়ক আনোয়ার হোসেনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক রবিউল বিশ্বাস ৬ দফা দাবী ঘোষণা করেন। দাবীগুলো হলো- সংসদীয় আসন গাজীপুর-৩ আসনে সমস্ত গেজেট বাতিল করা, সিএস ও আরএস দাগে পৈতৃক সূত্রে ভূমির মালিক হওয়ার পরও ভূলবশত: বন বিভাগের নামে আর.এস রেকর্ড হওয়া, বন বিভাগের করা মামলাগুলো পুনরায় তদন্ত করে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করা, বনের মামলা করার পূর্বে স্থানীয় জনপ্রতিনিধির অংশগ্রহনে তদন্ত করতে হবে; টাকার বিনিময়ে সামাজিক-বনায়নের বরাদ্দ দেয়া যাবে না ও দরিদ্র-ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে হবে;, ভূমিহীন পরিবারের দখলে থাকা খাস জমির স্থায়ী বরাদ্দ দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শ্রীপুর বীরমুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের সহকারি অধ্যাপক এমদাদ হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল, ভূমিহীন সমিতির সভাপতি সিরাজ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক বাবুল মিয়াসহ বন মামলায় নিগৃহিত সাধারণ জনগন।
সমাবেশে বক্তারা শুধুমাত্র গাজীপুর ৩ আসনের অন্তর্ভূক্ত জমিতে গেজেট আইনটি কার্যকর করে মানুষকে শোষন নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং অনতিবিলম্বে গেজেট আইন বাতিল না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।