শহিদুল্লাহ সরকার
ধামরাইয়ে চলন্ত ইজিবাইকের উপর গাছ পড়ে ৫ যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে ৩ জন নারী ও দুইজন পুরুষ।
সোমবার দুপুরে ধামরাইয়ের কাওয়ালিপাড়া মাদরপুরে আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাজেদা বেগম, আয়েশা বেগম, শেফালী খাতুন, শামসুল হক ও নরুল ইসলাম। তারা সবাই বয়স্ক ব্যক্তি। তাদের গ্রামের বাড়ি ধামরাইয়ের তেলীগ্রাম ও বাইচাইল গ্রামে। প্রাথমিকভাবে জানা যায়, তারা বয়স্ক ভাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা বন বিভাগের নিলামকৃত গাছ কাটছিলো কয়েকজন। এসময় কাটা গাছটি সড়কে যাওয়া সময় চলন্ত ইজিবাইকের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়। বাকী ৩ জনকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই কাওয়ালীপাড়া ফাড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজন ও উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ইজিবাইকের চালক আহত রয়েছে বলেও জানান তিনি।