উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়ন এর বটতলী বাঘকল ঘোনা সিরাত কমিটির উদ্যোগ ৯ তম সিরাতুলন্নবী মাহাফিল সুন্দর ভাবে সফল হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান বক্তা।
প্রখাত ইসলামি চিন্তাবিদ আন্তর্জাতিক সম্পন্ন মুফাসি্সরে কোরান।
হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব সাহেব নরসিংদী ঢাকা।
বিশেষ বক্তা হজরত মাওলানা নুরুল হক আরমান সাহেব
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয় মোফাচ্ছির পরিষদ কক্সবাজার জেলা।
হজরত মাওলানা আকতার হোসেন মাহমুদ সাহেব পারির বিল আলিম মাদ্রাসা আরবি প্রভাষক
হজরত মাওলানা জাফর আলম সাহেব, বটতলী জামেমসজিদ খতিব।
হজরত মাওলানা আবদুর রহমান সাহেব আঞ্জুমান পাড়া জামেমসজিদ খতিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন আওয়ামিলীগ সম্মানিত সভাপতি এম এ মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন জুয়েল চেয়ারম্যান পদপ্রার্থী পালংখালী ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কামাল হোসেন মেম্বার ৮ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন মেম্বার সাবেক ইউপি সদস্য
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেজাউল করিম ছোট্টু পালংখালী ইউনিয়ন যুবলীগ যুগ্মআহ্বায়ক। রমজান আলী আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ, ফরিদ আলম সর্দার, ছৈয়দ নুর, এস এম ইসহক চৌধুরী, সহ এসময় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট টিকাদার ও সমাজ সেবক জাফর আলম সাহেব সাবেক ছাত্রলীগ কর্মী পালংখালী ইউনিয়ন। উক্ত মাহফিল অনুষ্ঠান সুন্দর ভাবে সফল হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বটতলী বাঘকল ঘোনা সিরাত কমিটির সকল সদস্য।