কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের ৭ দিন মেয়াদি “বিজ্ঞান ভিত্তিক তদন্ত কোর্স” এর সনদপত্র বিতরণ এবং কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ মার্চ কক্সবাজার জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিন) ও সহকারী পুলিশ সুপার (ট্রাফিক)।
বিজ্ঞান ভিত্তিক তদন্ত কোর্সে কক্সবাজার জেলাসহ অন্য জেলা হতে আগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।