রিপন খান রবিন, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আমার সংবাদের’ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দৈনিক আমার সংবাদ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল
৩.৩০ মি: উপজেলা মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান পালিত হয়েছে।
মো. ফরহাদ হোসেন ডেভিডের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা
বেগম, এলইজিডি হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. সিরাজ আল
মাসুদ, দৈনিক কালবেলা পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো.কবির হোসেন, সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন তুহিন সহ নাগরপুর প্রেস ইউনিট ও নাগরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ সময় বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক পদক্ষিণ
করে।