এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন সোনাতনপুর পুলিশ ক্যম্পের বিশেষ অভিযান স্বার্থক হয়েছে।
দীর্ঘদিন পালাতক নায়েব আলী(৩৫) পিতা জামাত আলী,গ্রাম হিংগারপাড়া,ডাকঃরিশখালী থানা হরিণাকুন্ডু,জেলাঃ ঝিনাইদহ কে সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই শামীমের নেতৃত্ব এ এস আই কাজী বায়োজীত ও এ এস আই পরিতোষ এর বিশেষ অভিযানে ১১/৩/২০২০ ইং গভীর রাতে রিশখালী হিংগারপাড়া সংলগ্ন ব্রীজ থেকে গ্রেফতার করে হরিণাকুন্ডু থানায় পাঠায়। ইতি পূর্বে তিনি নিষিদ্ধ ঘোষিত চরম পন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন।
হরিণাকুন্ডু থানায় যার মামলা নং ৬ তাং ১২/৮/২০১৬ অস্ত্র আইন মামলা ও মামলা নং ৫ তাং ১২/৮/১৬ (খুন) এবং চুয়াডাঙ্গা সদর থানায় মামলা নং ৬৮ তাং ২৫/২/২০১৯ ( জোর পূর্বক টাকা আদায়) এই মামলার ওয়ারেন্ট ভক্ত আসামী ছিলো নায়েব আলী।