এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডুথেকেঃ
সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে ॥ শুভ জন্মদিন ॥ স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য আনন্দ টিভি।
সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে এইচ মাহবুব মিলুর পরিচালনাই প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু’র সঞ্চালনায় আনন্দ টিভি স্যাটালাইট টেলিভিশনের ২বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল এক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.পি প্রতিনিধি রঔশন আলী, হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু,প্যানেল মেয়র খাইরুল ইসলাম,পৌর কাউন্সেলর ফারুক হোসেন,ঊপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক,ওসি প্রতিনিধি আলমগীর হোসেন, জনপ্রিয় অনলাইন অন্যদৃষ্টি বার্তা সম্পাদক এম.শহিদুল ইসলাম,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাহাবুব মুরশেদ শাহিন,সাইফুর রহমান বাদল,জাফিরুল ইসলাম,মোস্তাফিজুর রহমান এল.বি লিটন, প্রচার সম্পাদক সোহরাব ,কোষাধ্যক্ষ রুবেল ,এই আমার দেশ নিউজ পোর্টালের বার্তা সম্পাদক সোহানুর রহমান,মামুনুর রশিদ টিটন,নির্বাহী সদস্য আশরাফুল,মিল্টন প্রমূখ।
উল্লেখ্য বর্ষপূর্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছিলেন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক,সাংবাদিক প্রমূখ । সভায় জাতির পিতার জন্মশত বার্ষিকীর সফলতা কামনা করে আলোচনা সভার পরিসমাপ্তি ঘষোণা করা হয় ।