শহিদুল্লাহ সরকার
গত মঙ্গলবার ১০/০৩/২০২০ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকস অভিযানিক দল পুলিশ সুপার নরেশ চাকমা এর নেতৃত্বে ডিএমপি ঢাকা পল্লবী থানাধীন ১১ শেকসনের বি ব্লক, ১২ নং রোডের পানির পাম্পের সামনে মেসার্স রাবেয়া ট্রেডার্স ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ লতিফ @ রাজা(৪০) জেলা-পাবনাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর সহযোগী অপর অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত মাদক ব্যবসায়ী তার সহসযোগী পলাতক ও অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় লোকচক্ষুর অন্তরালে ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে জানান।