সাভারের বিরুলিয়ায় আবাসন লীজ সোসাইটি এলাকার আলোচিত সেই ভুমিদস্যু তুফান গত বুধবার ১১ ই মার্চ জাবিনে মুক্তি পেয়ে,তাকে বাবু নামে আরেক ভূমিদস্যু ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন বলে জানান নিরীহ লীজারগণ।
এখন লীজ সোসাইটি প্রজেক্ট এলাকায় সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত অবস্থায় আছেন বলে জানা গেছে। সোসাইটি প্রজেক্ট এলাকার লীজার কবি সৈয়দ নুরুল হুদা রনো বলেন এই ভুমিদস্যু তুফান ও বাবু এরা ভূমিদস্যু থেকে শুরু করে এই আবাসন প্রকল্পে চাঁদাবাজি, মাদক,সব ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানান।
তিনি আরো বলেন এই ভুমিদস্যু তুফান কে একটি শক্তিশালি মহল তাকে এই কাজে মদত দিচ্ছে। আইনের চোখে ধুলো দিয়ে তিনি সকল ধরনের অপকর্ম করছেন বলে তিনি মন্তব্য করেন। এদিকে আহত মামলার বাদী হারুনর রশীদ হাসপাতালে মানবেতর অবস্থায় আছেন বলে জানা গেছে। কুতুব হিলারি নামে একজন লীজার বললেন এই ভুমিদস্যু তুফান কি করে কোর্ড থেকে জাবিন পেল। কথিত সন্তার্সী তার নেতৃীত্বে এখন সবধরনের অপকর্ম চালিয়ে যাবে বলে জানান সাধারণ জনগণ।