রিপোর্ট : ইমাম বিমান
‘বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)। বৃহস্পতিবার ১২ মার্চ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সকাল ১১টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।
অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের এমপি আলহাজ্ব আমির আমু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে মন্তব্য করার মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙ্গালী হিসেবে উপাধির ইতিহাস তুলে ধরে বলেন, ২০০৪ সালে একটি নামকরা বিদেশি মিডিয়া সারা বিশ্বে জরিপ করে এ তথ্য প্রকাশ করে। জরিপে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ অনেকেরই নামই ছিলো। সারা বিশ্ব তখন একজনকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলেছিলেন তারা। আর সেই শ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।এসময় আলহাজ্ব আমির হোসেন আমু প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা মূলক খেলা উপভোগ করেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির , উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হাফিজ আল মাহমুদ প্রমূখ ।