ভয়াবহভাবে করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানা গেছে। ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরাতের শেষ ফ্লাইট যোগে তারা বাংলাদেশে এসেছেন বলে ইতালির গণমাধ্যম লিখেছে।
আশঙ্কা করা হচ্ছে, ইতালিফেরত এই প্রবাসীদের যথাযথ পরীক্ষা না করে দেশে প্রবেশ করতে দেয়া হয়েছে এবং তাদের কোয়ারেন্টাইন-এ নেয়া হয়নি।
‘লা নোভা’ গণমাধ্যম নিউজের সঙ্গে ভিডিও দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বিমানে আরোহন করে বসেছেন।
এ বিষয়ে কামরুল হাসান মামুন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এবার যদি সত্যি সত্যি সরকার আন্তর্জাতিক মানের কোয়ান্টেইন না করে তাহলে ডিসেস্টর হওয়ার সম্ভবনা দেখছি। এটা খুব সিরিয়াস ব্যাপার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাতে কালের কণ্ঠকে বলেন, ইতালিফেরত এই প্রবাসীরা যার যার বাড়ি চলে গেছেন বলে শোনা যাচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো বলেন, এই মানুষগুলার কি নিজেদের পরিবার পরিজনের প্রতি মায়া নাই? দেশের মানুষজনের প্রতি মায়া নাই। ওই রকম একটি উন্নত চিকিৎসার দেশ ছেড়ে ওখান থেকে করোনা ভাইরাস নিয়ে আসার কোন মানে হয়?