প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ‘নদী গবেষনা ইনষ্টিটিউট দ্বারা ভাল করে গবেষনা হয়নি বিধায় নদী গবেষণার বিষয়গুলো আমাদের দেশে দুর্বল ছিল। যেকারনে আমাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল আমরা পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নদী দখল ও দূষনমুক্ত করতে যথেষ্ট সহযোগিতা করছে।’
এসময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশের নদ-নদীর প্রকৃত সংখ্যা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং নদী ভাঙ্গন প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী ও পানী প্রকৌশলী ড. মোঃ লুৎফর রহমান ।