শহিদুল্লাহ সরকার
গত ১৫/০৩/২০২০ তারিখ গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ অভিযানিক দল এসপি নরেশ চাকমা এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন এলাকায় পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০০ লিটার চোলাই মদ, নগদ ৪৫০০০/ টাকাএবং ১৫০ লিটার চোলাই মদ ও নগদ টাকা-৪০০০/-টাকা সর্বমোট-২৫০ লিটার চোলাই মদ এবং ৪৯,০০০/- টাকাসহ মাদক ব্যবসায়ী (১) ইশ্রাফিল (৪০), জেলা- ঢাকা, (২) আলী আকবর (৫৫), জেলা-ঢাকা, (৩) মোঃ রনি (২০), জেলাঃ ঢাকা এবং (৪) ইমন মোল্লা (৩১), জেলাঃ গোপালগঞ্জদেরকে গ্রেফতার করা গ্রেফতার করা হয়।