নিজস্ব প্রতিবেদন ,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার তেলীপাড়াস্থ ক্যাম্প-৭ এর রোহিঙ্গা দুর্বৃত্তরা স্থানীয় এক হতদরিদ্র কৃষকের ৬০ শতক ফসলা ধানের রোপা সম্পূর্ণ উপড়ে ফেলেছে।
১৬ মার্চ ভোর ৫ টার দিকে ক্যাম্প-৭ এর রোহিঙ্গা সন্ত্রাসী মৌঃরফিক,খাইরুল আমিনের ছেলে হেডমাঝি মুহিদুল্লাহ,হেডমাঝি ছৈয়দ নুর,মীর আহমদের ছেলে ছৈয়দ আকবর,ছানাউল্লাহ,জোবাইর,সিদ্দিক মাঝির ব্লকের এনাম,মৌঃজোবাইর,আনোয়ার শাহ,আবছার ওরফে বুলবুল,জাবের ও আরাফাতের নেতৃত্বে শতাধিক রোহিঙ্গা দুর্বৃত্ত ভোরে এসব ধানের রোপা উপড়ে ফেলেছে।ক্ষতিগ্রস্থ কৃষক আবদুস ছাত্তার নিজের ধান উপড়ে ফেলার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন।বাধা দিতে গেলে উলটো প্রাননাশের ধমকি দিয়ে ধাওয়া করেছে রোহিঙ্গারা।ফলে হতদরিদ্র কৃষক আবদুস ছাত্তারের পরিবার চরম বেকায়দায় পড়েছে।অর্ধ লাখ টাকা ব্যয়ে করা চাষাবাদ অকালে সম্পুর্ণ নষ্ট করে ফেলায় সংসারের খাদ্য চাহিদা মেঠানো নিয়ে চরম বেকায়দায় পড়েছেন।
যেকোন মুহুর্তে উক্ত ফসলা জমি জোর পূর্বক দখলে নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের আস্তানা গেঁড়ার সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা এবং গ্রামবাসীদের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে।যেকোন মুহুর্তে আবারো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার আশংকা করছেন স্থানীয়রা।ক্যাম্প অভ্যন্তরে থাকা গ্রামবাসীদের পরিবার গুলো জানমাল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।এ বিষয় তাৎক্ষণিক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যাম্প-৭ এর সহকারী ইনচার্জকে অবগত করা হয়।ক্যাম্প-এর সহকারী ক্যাম্প ইনচার্জ মোঃশাহজাহান এ বিষয়ে জানিয়েছেন,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।ক্যাম্প-৭ এর ইনচার্জ মোঃহাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেছেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধান্য রোপা উপড়িয়ে ফেলানোর ঘটনাস্থল পালংখালী ইউপির ১নং ওয়ার্ডের তেলীপাড়ায় পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী,সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজ ব্যক্তিবর্গ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনতিবিলম্বে রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে কৃষক আবদুস ছাত্তারের পরিবারকে সন্ত্রাসী রোহিঙ্গাদের কবল থেকে নিরাপত্তা দানের দাবি জানান।