রিপন খান রবিন,টাঙ্গাইল প্রতিনিধিঃঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ’লীগ ও প্রশাসনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা আ’লীগ ও প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক আয়োজন করে। দিন ব্যাপি এ অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,পবিত্র কোরআন থেকে তেলায়াত,কেক কাটা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসন ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।