শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ার পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা ও  পূর্ণ কমিটি গঠন। তিন ফসলি জমি রক্ষায় এবং অবৈধ ইটভাটা উচ্ছেদ ও মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ৩১ দফা তুলে ধরতে গ্রাম গঞ্জে গাইবান্ধা জেলা বিএনপি  সিংগাইরে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ; দুর্ভোগে এলাকাবাসী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে দ্বিতীয় হলেন ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মহাস্থানগড়ে শেষ বৈশাখের মিলন মেলায় সাধু-সন্ন্যাসীদের আগমন, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-২ দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে বগুড়া বিআরটিএ’তে দুদকের অভিযান নওগাঁয় প্রশাসকের তৎপরতায় সরকারি সেবা সম্পর্কে সচেতন হচ্ছে  প্রত্যন্ত অঞ্চলের মানুষ অগ্নিকান্ডে সারের গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানের ৮১ লাখ টাকার ক্ষতি সন্দ্বীপে ১০ মে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাও বুঝে গেছে, কিন্তু উখিয়া টেকনাফের সচেতন মানুষ বুঝেনা ! উখিয়ায় আইএনজিও কার্যালয়ের সামনে পড়ে ছিলো অজ্ঞাত মরদেহ ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা শেখ হেলাল-তন্ময়ের বিরুদ্ধে’ গ্রে’ফ’তা’র-০১ গাইবান্ধায় ১১৯ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১ দেওয়ানগঞ্জে সহকারী প্রকৌশলীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ লালপুরে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে চলছে আরসিসি ঢালাইয়ের কাজ হিলিতে  মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

লিঙ্গে কালোজিরার তেল মালিশ করলে কি উপকার হয়?

কালিজিরার তেল এ প্রাকিতিক শক্তি আছে তাই এটির জন্য কালিজিরার তেল লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয়…… বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন।

পুরুষাঙ্গ প্রতিদিন কালিজিরার তেল দিয়ে মালিশ করলে, পুরুষাঙ্গ শক্ত,মোটা হতে পারে। সবসময় পুষ্টিকর খাবার খান কারন প্রতিদিনের স্বাভাবিক খাবারেই যৌনক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেক্সফুড আছে যা সত্যিই যৌনক্ষমতা বাড়ায় ওগুলো খাবেন।

আসলে লিংগ মোটা করা কিংবা লম্বা করার মত কোনো ব্যাবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি লিংগ মোটা করার জন্যে কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনার জন্যে বিপদ ডেকে আনতে পারে।সবসময় পুষ্টিকর খাবার খান কারন প্রতিদিনের স্বাভাবিক খাবারেই যৌনক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেক্সফুড আছে যা সত্যিই যৌনক্ষমতা বাড়ায় ওগুলো খাবেন।

কালিজিরার তেলে ১০০টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজেলোন, থাইমোকিনোন ও স্থায়ী তেল। এতে আরও আছে আমিষ, শর্করা ও প্রয়োজনীয় ফ্যাটি এসিডসহ নানা উপাদান।

পাশাপাশি কালিজিরার তেলে আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন,
জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ও ভিটামিন-সি।

এর মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বো- হাইড্রেট ছাড়াও জীবাণু নাশক বিভিন্ন উপাদান সমূহ।
এতে রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হর্মোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।

কালি জিরার স্বাস্থ্যগুন:

» তিলের তেলের সাথে কালিজিরা বাঁটা বা কালিজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ফোড়ার উপশম হয়।

» অরুচি, উদরাময়, শরীর ব্যথা, গলা ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুলপড়া, সর্দি, কাশি, হাঁপানি নিরাময়ে কালিজিরা সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধক হিসাবে কালিজিরা সহায়ক ভূমিকা পালন করে।

» মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তি স্থানে দৈনিক ৩/৪ বার কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।

» কালোজিরা চূর্ণ ও ডালিমের খোসাচূর্ণ মিশ্রন, কালোজিরা তেল ডায়াবেটিসে উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com