চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মুহিতুর রহমান,
বাগেরহাট জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপন বিশ্বাস, তাওসিক তাজ, কবির আকন্দ, অজিয়ার শিকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।
এ সময় তারা শিক্ষক লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার পূর্বক সরকার ও প্রশাসনের কাছে তার দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান অন্যথায় সারা বাংলাদেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচী গ্রহণ করবেন বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছিল চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র সাইফুল আমিন শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষককে মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে