বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুকে বাঁচাতে সিএনজির যাত্রী নি’হ’ত-২ কুলাউড়া প্রশাসনের অভিযানে ফাঁকা ফুটপাত শ্রীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়ি তে গু’লি ব’র্ষ’ণ গুরুদাসপুরে অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে উদ্যোগ বৈরুতের দক্ষিণে ইসরাইলি হা’ম’লা’য় নি’হ’ত ২০ : লেবানন আরএকে সিরামিক কারখানায় শ্রমিকের মৃ’ত্যু হোয়াইট হাউস ট্রাম্পের পিএসসির আরো ৪ সদস্যের শপথ গ্রহণ প্রধান উপদেষ্টার সাথে পাম্পালোনি ও মিলারের সাক্ষাত কালিগঞ্জের পল্লীতে গৃহবধুর উপরে হা’ম’লা, বসতবাড়ি ও মালামাল ভাঙ’চুর চার মা’ম’লা’য় খালাস পেলেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা পলাশবাড়ীতে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হিলিতে হাকিমপুর মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে নেং’টা কাসেম ও সোহেলের কা’রা’দ’ণ্ড নওগাঁয় দুই বন্ধুর রাজনৈতিক আলাপে ঝ’ল’সে গেল চা দোকানের কর্মচারীর শরীর জনস্বাস্থ্য অধিদপ্তরের ৩৫০ কোটি টাকা বরাদ্ধে বদলে যাচ্ছে জামালপুরের চিত্র ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটি নেতৃবৃন্দকে ভালুকায় সংবর্ধনা  পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে শ্রমিক দলের সভাপতি চা’দা’বা’জি’র অভি’যোগে গ্রে’ফ’তা’র

হাসপাতালে ঢুকে রক্তাক্ত যখম করলো প্রতিপক্ষকে

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জমি নিয়ে বিরোধের জের ধরে  দুই পক্ষের তিনজন নারী সহ মোট ৭জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১২ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু গ্রামে।
আহতরা হলেন ভরস আলী(৪৫),জবেদ আলী(৫০) উভয় পিং মৃত জোয়াদ আলী মন্ডল,আরিফুল ইসলাম(৩৩)পিং তক্কেল আলী, ওজলা বেগম(২৭) স্বামীঃ মারফত আলী,সুন্দরী খাতুন(৬৫) স্বামীঃমৃত তক্কেল আলী।অপরদিকে রবজেল হোসন(৪৫)পিং মৃত আনসার আলী,আনজিরা খাতুন(৪০) স্বামীঃ রবজেল হোসেন।
এদিকে আহত ভরস আলী ও তার  ভাবী সুন্দরী খাতুন, এবং শরিফুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম জানান রবজেল হোসেন পক্ষের সাথে ১০ শতক জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে মামলা চলার পর গত ৬ মাস পূর্বে আমরা আমাদের পক্ষে রায় পায়।আদালতের রায় পাওয়ার পর থেকে বারবার ওদের জমি ছাড়ার কথা বলে আসলেও কোনও কর্ণপাত করেনি তারা।

এ বিষয় নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে কথাকাটাকাটি চলছিলো। হটাৎ বৃহস্পতিবার দুপুরে তোয়াজদ্দিনের ছেলে জহুরুল, রবজেল হোসেনের ছেলে মুস্তাক,আনসার আলীর ছেলে রবজেল হোসেন, ইয়াকুব মণ্ডলের ছেলে আলামিন,আজগর মণ্ডলের ছেলে নবী, আনসার মণ্ডলের ছেলে আফজেল, কুদ্দুস বুড়োর ছেলে লিটন এবং সাবেক ইউপি সদস্য অহেদুল ইসলাম অহেদ সহ বেশ কয়েকজন আমাদের বাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাদের ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী আমাদের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

একই ঘটনাই হরিণাকুণ্ডু উপজেলার হাসপাতালে ঢুকে খুচিয়ে-খুচিয়ে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষকে।হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় জহুরুল এবং মুস্তাক পূণরায় হাসপাতালের চিকিৎসকের (কাইচতা) চুরি করে আমাদের উপর হামলা করে উপর্যুপরি খুচিয়ে-খুচিয়ে রক্তাক্ত যখম করেন বলেও জানান সুন্দরী খাতুন এবং ফরিদা বেগম। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতী চলছে বলেও জানাগেছে।
ওরাই আমাদের লোকজনকে মারে জখম করেছে বলে উল্টা সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দেন তাহেরহুদা ইউনিয়নের সাবেক এই ইউপি সদস্য অহেদুল ইসলাম অহেদ।
এঘটনায় হঠাৎ উৎশৃংখল উপরিস্থিতর জন্য ধিক্কার জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ।

এদিকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন খলিশাকুন্ডু গ্রামে জমি জমা নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়ে হরিণাকুণ্ডু হাসপাতালে আসে, পরবর্তীতে সেখানেও একটি হামলার ঘটনা ঘটে। বিষটি শুনার পর-পরই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন গিয়েছিলো। তবে আইন শৃংখলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখনও পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com