জেলা প্রতিনিধি ঝিনাইদহ, শেখ মেহেদী
ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশি অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখারএস আই মোঃ আবু সায়েম এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৫৩০০/-(পাঁচ হাজার তিনশত) টাকা ও ০১ সেট প্লেইং কার্ড সহ ১।মোঃ রবিউল ইসলাম @বস (৪৫)পিতাঃমৃত আঃ রহিম ২।মোঃ রিফাত হয়েদার (৪৭) পিতাঃ মোঃ তৈবুর রহমান ৩।মোঃ হাফিজুর রহমান(৬২) পিতাঃ মোঃ রফি উদ্দিন জর্দার ৪।মোঃ জাহিদ (৩৭) পিতাঃ মৃত জহর আলী ৫।মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পিতাঃ মৃত আঃ করিম ৬।মোঃ আলমগীর হোসেন (৪৪) পিতাঃ মৃত নজরুল ইসলাম সর্ব সাং আরাপপুর পশ্চিমপাড়া ৮ ওয়ার্ড, থানা ও জেলা ঝিনাইদহ দেরকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ১৩/১০/২০২৩ তারিখ ২০.৪৫ ঘটিকায় ঝিনাইদহ পৌরসভাধীন ৮ ওয়ার্ডের আসামি মোঃ রবিউল ইসলাম @বস এর বসতবাড়ি হইতে আসামিদের গ্রেফতার করা হয় উদ্ধারকৃত ৫৩০০/-(পাঁচ হাজার তিনশত) টাকা ও ০১ সেট প্লেইং কার্ড উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের তল্লাশী কালে নিজে হাতে বের করে দেয়। আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।