বনায়নের মাধ্যমে কর্মসংস্থান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আরজেএফ ভাষাসৈনিক স্মৃতিপদক পেলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালীর কৃতিসন্তান মোঃ নুর কামাল। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ ও সাহসী সমাজ ও মানবাধিকার কর্মী।
তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হয়ে দেশ সেবায় আত্ননিয়োগ করেছেন। মোঃ নুর কামাল একাধারে ওয়েদার এন্ড ক্লাইমেন্ট চেইন্স গ্রীণ হাউজ ইফেক্ট লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের আজীবন সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশক আইন সহায়তা ফাউন্ডেশনের ডিএম মেম্বার, জার্নালিজম এসেইনস্ট ক্রাইম এন্ড জার্নালিজম করাপশন (জেএসি) এর লাইফ মেম্বার হিসেিেব দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সাথে জড়িত।
গত ২৮ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ঈশা খাঁ টুরিস্ট পিকনিক স্পটে আরজেএফ আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মোঃ নুর কামালে হাতে সম্মাননা তুলে দেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জামাল উদ্দিন চান সরদার উপস্থিত ছিলেন।
সম্মাননা পেয়ে মোঃ নুর কামাল বলেন, এ প্রাপ্তি আমার জীবনের শ্রেষ্ঠ একটি পাওয়া। আমি আরজেএফ’র কাছে চির ঋণী হয়ে থাকব।