জলঢাকায় তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার
নীলফামারীর জলঢাকায় তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। ১লা মার্চ(শুক্রবার)রাত ৭টা ৪৫মিনিটের দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নগর মীরগঞ্জ আদর্শপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওই এলাকার জৈনিক ব্যক্তি মোবাইল ফোনে জলঢাকা থানা পুলিশকে তিন রাউন্ড গুলি সহ একটি বিদেশি রিভলবার এর সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম’কে অবগত করলে তাহার দিকনির্দেশনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুক্তারুল আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিম ও সঙ্গীয় চৌকস অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মীরগঞ্জ ইউনিয়নের নগর মীরগঞ্জ আদর্শপাড়া গ্রামের প্রয়াত হাজী আঃ লতিফ এর ছেলে ফয়জুল ইসলাম কেরু এর ইউক্লিটার্স বাগানে তল্লাশী চালিয়ে ড্রেনে একটি সাদা পলিথিনে পরিত্যক্ত অবস্থায় সাক্ষীদের উপস্থিতিতে একটি পুরাতন সচল আগ্নেয়াস্ত্র (পিস্তল ) তিন রাউন্ড গুলি সহ উদ্ধার করেন।
এ বিষয় অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন, এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।