শুক্রবার (১ মার্চ) সকালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে যে সকল মানুষগুলো পুড়ে গেছেন তাদেরকে হাসপাতালে দেখতে এসে বলেন র্যাবের পরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন,
একটি দোকানের সিলিন্ডার থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগে অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অনেকে অনেক মানুষ পুড়ে গেছেন।
ডিজি বলেন, বিল্ডিং এর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে মানুষের চোখে পড়ে মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকার কারণে মারা যাওয়া ব্যক্তিরা বের হওয়ার সুযোগ পায়নি।
অগ্নিকাণ্ড ঘটেছে সেখানের বিল্ডিং কোড অনুযায়ী কতটা সিলিন্ডার গ্যাস রাখা ছিল সিলিন্ডার রাখার বিষয়টি দেখতে গেলে, অতীত থেকে এখন পর্যন্ত কতগুলো সিলিন্ডার গ্যাস ছিল তা খতিয়ে দেখতে হবে,
সিলিন্ডার গ্যাস ব্যবহার ঝুঁকিপূর্ণ জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন,বাসাবাড়িতেও আমরা এমন ঘটনা দেখছি। সবাই সবার দায়িত্বটা ঠিকঠাক পালন করলেই হয়। দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি না। তবেআমাদের নিজস্ব একটা তদন্ত তো থাকবেই।