
গাইবান্ধায় ট্রেন আসা দেখেই সামনে দুহাত তুলে দাঁড়ালো এক গৃহবধূ। মুহূর্তেই কাটা পড়ে নিহত হয়েছে সে। আজ (২৩ জুন) রবিবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম রোড ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,এই গৃহবধুটি ট্রেন আসার আগে আগে মাইক্রোবাস স্ট্যান্ড বরাবর অবস্থান করছিল। ট্রেন আশায় সে লাইনের উপর দুহাত ছেড়ে দাঁড়িয়ে যায়।পরে ট্রেনটি তাকে কেটে চলে যায়। তার পরণে ছিল লাল শাড়ি ও হাতে একটি মুঠোফোন।
গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, ট্রেনটি বগুড়া থেকে গাইবান্ধা মুখে আসছিল এরপরই এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছিল একটি লোকাল ট্রেন। এখনো পর্যন্ত কোন আত্মীয়-স্বজন যোগাযোগ করেনি এজন্য কোন নাম ঠিকানা পাইনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত গৃহবধূর পরিচয় বা কোন তথ্য পাওয়া যায়নি।