
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরশহরের অন্তর্গত মেডিকেলের সামন হতে ব্যটারী চালিত আটো চুরি করার সময় দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এসময় গ্যারেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৫ টি ব্যটারী চালিত অটো ভ্যান।
নিহত দুদু মিয়া পলাশবাড়ী পৌরশহরের সুইগ্রামের মৃত্যু আমির উদ্দিনের ছেলে।
সরেজমিনে যানাযায়, পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা রোডস্থ মেডিকেলের সামনে সুইগ্রামের জিন্নু মিয়া একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগেও অটো চুরির ঘটনা ঘটে।
এরইধারাবাহিকতায় চোর চক্র সদস্যরা ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এসময় নাইট গার্ড দুদু মিয়া বাধা দিলে তাকে তারা শ্বাসরোধে হত্যা করে ৫ টি অটো রিক্সা নিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসী মনে করছেন অটো চুরিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারনা।
নিহত দুদু মিয়া সুইগ্রামের মগবুল হোসেনের ছেলে নুরে আলম জিন্নুর গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।