গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে লালপুকুর পাড় টু কাওরাইদ বাজারের শিমুলতলী ভায়া মাটিকাঁটা নদীর উপর নবনির্মিত ইউপিসি ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি।
৩১ জুলাই বিকেলে ব্রীজ উদ্বোধন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই ব্রীজটি কাওরাইদ ইউনিয়নের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি ছিলো,আপনাদের সকলের দীর্ঘদিনের চাওয়া ছিলো ব্রীজ ও কাওরাইদের রাস্তা গুলো, চেষ্টা করে যাচ্ছি আপনাদের চাওয়া গুলো পূরণ করে যাওয়ার।
সময় স্বল্পতার কারনে কাওরাইদ ইউনিয়নের আরও দুটি রাস্তা উদ্বোধন করার জন্য স্থানীয় নেতাকর্মীদের বলে যান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকোশলী মোঃ আব্দুল ছামাদ পত্ত্বন দা,এ কে এম মহিদুল ইসলাম
উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল কাদির,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান মাস্টার, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ কামরুল হাসান মন্ডল, সাবেক কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মামুন, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শারফুল ইসলাম,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মৃধা, কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল পারভেজ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।