প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ণ
জঙ্গি হা’ম’লা হচ্ছে, নিরাপদে ঘরে ফেরার অনুরোধ: প্রধানমন্ত্রীর কার্যালয়

সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করে সবাইকে নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে।
আজ রবিবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ সরকারের
এরআগে আজ সকালে গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নাশকতাকারী সন্ত্রাসীদের দমন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারফিউতে সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
তিনি বলেন, ‘এখন যারা রাজপথে নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সারা দেশে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে।
কারফিউ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
All rights reserved © 2017-2024 www.banglanewstv.net / Give any information E-mail: banglanewstv17@gmail.com