প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
 উত্তরায় ঈদগাহ ও খেলার মাঠে দূর্গাপূজা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ 
  
    
    
    
রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে ঈদগাহ ও খেলার মাঠে দূর্গাপূজা আয়োজনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিগত কয়েক বছর যাবত স্থানীয় মুসল্লিদের বাঁধা উপেক্ষা করে এই মাঠে দূর্গাপূজা আয়োজন করতেছে। চলতি বছরও দূর্গাপূজা আয়োজনের খবরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডা. মঈন উদ্দিন,  মনির হোসেন,  আরব আলী,  মান্নান খান, আঃ রশিদ, মহসিন খান, নাসির উদ্দীন প্রমূখ।
বক্তব্যে মনির হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও তাদের উপাসনা করার জন্য রাজউক উত্তরা ১৭ নং সেক্টরে ৩৫ কাঠা জমি বরাদ্দ দিয়েছে।  তারা সেখানে অন্যান্য পূজা পালন করলেও দূর্গাপূজা এই মাঠে আয়োজন করে। ১ মাস মাঠটি বন্ধ করে রেখে পূজার আয়োজন করে। তখন বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারে না। ১৭ নং সেক্টরে তাদের নির্ধারিত স্থানে দূর্গাপূজার আয়োজন করলে আমরা সকলে গিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবো।
অন্যান্য বক্তারা বলেন,  এই মাঠে দূর্গাপূজা করার অনুমতি না দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
    
        
             All rights reserved © 2017-2024 www.banglanewstv.net / Give any information E-mail: banglanewstv17@gmail.com