
হিলি স্থলবন্দর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত রায়ের সভাপতিত্বে হাকিমপুর পৌর সভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত রায় জিরো পয়েন্ট থেকে পানামা গেট এবং চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সদস্য পৌর প্রশাসকের কর্ম সম্পাদনের সহায়তা কমিটি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাকিমপুর থানা মোঃ সুজন মিঞা, সদস্য পৌর প্রশাসকের কর্ম সম্পাদনের সহায়তা কমিটি ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সদস্য পৌর প্রশাসকের কর্ম সম্পাদনের সহায়তা কমিটি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম, কাষ্টমস সিএন্ডএফেজেন্টহাকিমপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃআব্দুর রাজ্জাক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কাষ্টমস সিএন্ডএফেজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান,হিলি আমদানি রপ্তানি কারকগ্রূপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোঃ হযরত আলী, মোটর শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ড সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম রাজ, মটর শ্রমিক ইউনিয়ন হিলি বাস স্ট্যান্ড মোঃ কাউছার আলী, হিলি সিএনজি স্ট্যান্ড যুগ্ম সম্পাদক কালাম, হিডলি সমিতি সহ-সভাপতি মোঃ শাওন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
