সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তামাই হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে তামাই ক্রীড়া (ক্রিকেট) এসোসিয়েশন কর্তৃক নাইট ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ৬ই ডিসেম্বর তামাই অগ্রণী সংসদ ক্লাবের সভাপতি মোঃ আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাইট ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নান্নু আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম মুসুল্লি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক লক্ষী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বনি ইয়ামিন সাব্বির, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাফেজ, থানা বিএনপির সদস্য এবাদুর রহমান রাজা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাফিজ শেখ, বিশিষ্ট আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোঃ মফিজুল ইসলাম, তামাই অগ্রণী সংসদ ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ ইউসুফ আলী, জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুপিটার, থানা বিএনপির সদস্য নূরুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম সহ অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় ঢাকা জেলা বনাম কুড়িগ্রাম জেলা অংশ গ্রহণ করে পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।