হিমালয়ের কোলঘেসা দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হিলিতে বেড়েছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার থেকে পরদিন সূর্য না উঠা পর্যন্ত থাকছে শীতের প্রকোপ। সেই সাথে পড়েছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত উপেক্ষা করেই যানবাহনে চলাচল করছেন যাত্রীরা। জীবিকার তাগিতে কাজ করছেন শ্রমিকেরা। আকাশ মেঘাছন্ন হয়ে আছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুর আবহাওয়া অফিস সকাল ৯টায় জেলায় সর্বনিন্ম ১৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। আর বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ১ কিলোমিটার। এদিন দুপুর ১২টা পর্যন্ত কোন রোদের দেখা মিলেনি। ফলে শীত আরও জেঁকে বসেছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, গেলো এক সপ্তাহ ধরে দিনাজপুর জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা-নামা করছে।
এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুত মিশ আকন্দ বলেন, হাসপাতালে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন বর্হি বিভাগ হতে ১৫০ থেকে ১৬০ জন রোগী সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা নিচ্ছেন। হিলি বাজারের কাপড়ের দোকান গুলিতে শীতের কাপড় কিনতে ভিড় করছে নারি পুরুষ ক্রেতারা। হিলি বাজারের তৈরি পোষাক বিক্রেতা আব্দুস সালাম বলেন গত কয়েক দিন থেকে রোদের দেখা নেই তাই শীত বেশি লাগছে তাই ছোটবাচ্চাদের শীতের পোষাকের বিক্রী বেশি হচ্ছে।