
মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৫০ জন লেখকের অন্তত তিন শতাধিক বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। বইমেলার উদ্যেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যারা মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মুল উদ্যেশ্য।
কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, চর্যাপদ গবেষক সহ নবীন ও প্রবীণ সাহিত্যিক চেতনার লেখকগন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের দিকে দর্শনার্থীদের তেমন ভিড় চোখে না পড়লেও বিকেলে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পার্ক গেটের দু’পাশ। এ যেন প্রতিদিনের তুলনায় আলাদা এক চিত্র। প্রতি বছর জাতীয় একুশে বই মেলা সহ সরকারী বেসরকারীভাবে নানা স্থানে বই মেলার আয়োজন হয়। সেই ষ্টলগুলোতে বিক্রয়ের জন্য প্রদর্শিত হয় দেশী বিদেশী বিভিন্ন লেখকের বই। কিন্ত দিনব্যপী ব্যতিক্রমী এই বই মেলায় সকল ষ্টলে শুধুমাত্র নওগাঁর লেখকদের বই’ই বিক্রয় ও প্রদর্শিত হয়। যা সচরাচর বই মেলা থেকে একটু আলাদা। বিভিন্ন ধরনের বইয়ে ভিন্ন ভিন্ন বিষয় বস্তু তুলে ধরা হলেও অধিকাংশ লেখকের বইয়ে উঠে এসেছে নওগাঁর ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা।
