মোঃ মামুন উদ্দিন (২৬), পিতা: মোহাম্মদ নুরুল আমিন সেলিম,মাতা: পারুল বেগম, স্থায়ী গ্রাম : বালীগাও, কালীগঞ্জ পৌরসভা, থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর।
শারীরিক গড়ন: উচ্চতা প্রায়, ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ: শ্যামলা, মাথার চুল: কালো-ছোট/খাট
সে গত ২৭-১২-২০২৪ ইং গাজীপুর মহানগরের, বাসন থানাধীন, ১৫ নং ওয়ার্ড, ভোগড়া এলাকার ভাড়া বাসা থেকে বেড়িয়ে আর ফিরেনি, সকল সম্ভব যায়গায় এবং অত্মিয় স্বজনদের বাসায় খোজা খুজি করে না পেয়ে, গত ০২-০১-২০২৫ ইং তারিখে বাসন থানায় মোঃ মামুন উদ্দিনের ভাই বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। বাসন থানার সাধারণ ডায়েরী নংÑ ৭৮ তারিখ ০২-০১-২০২৫ ইং।
যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকলে তাহলে নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
মোবাঃ ০১৭৪৪-২৩৮৬৩৯ এস আই মোহাম্মদ তানভীর তুষার ০১৮৫৮-৮৮৩৭৪৮ মোঃ সুমন উদ্দিন, বাদী।