গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৬ টি ঘর, গার্মেন্টস শ্রমিকদের স্বর্ণালংকার এবং নগদ টাকা পুড়ে ছাই। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি গিলারচালা হাজী পাম্পের পিছনে শাহজাহান সিরাজীর ভাড়া দেয়া বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় আকাশ বাতাশ অন্ধকারে ছেয়ে যায়। চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়, ভাড়াটিয়াদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী দস্থানীয়ারা জানান, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই সব পুড়ে ভস্ম হয়ে যায়।
বাড়ির মালিক শাজাহান সিরাজী বলেন, আমি রাস্তার ওইপার কাজ করছিলাম। হঠাৎ করে আমার বাড়ির এক ভাড়াটিয়া বলে বাসায় আগুন লাগছে। এসে দেখি প্রথম রাশিদের রুমে আগুন লাগে। আমার মাথায় হাত, সব শেষ হয়ে গেছে। আমার ব্যক্তিগত রুম ছিলো, যেখানে আমার নগদ ১৫ লাখ টাকা রাখা ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। স্থানীয় বাসিন্দা গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ডা: শফিকুল ইসলাম বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে বাসার মালিকের ৩টি এবং ১৩টি ভাড়াটিয়ার মোট ১৬ টি কক্ষের সব মালামাল পুড়ে গেছে। এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতির হয়েছে।
ভাড়াটিয়া সাফিয়া আক্তার চোখ মুছতে মুছতে জানান, আমার ১১ বছরের সঞ্চয় পুড়ে শেষ। ১ হাজার টাকার বান্ডেলে লাখ টাকার ওপরে ছিলো। পুড়ে ছাই হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি। আল্লাহ আমাকেও নিয়ে নাও। গার্মেন্টসকর্মী ইবরাহিম জানান, আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্ণ পুড়ে অঙ্গার হয়ে গেছে। পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, আগুনে পুড়ে শাহজাহান ভাইয়ের ১৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা এবং স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ফায়ার সার্ভিস দুটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনো বলতে পারছি না।