নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে গঠিত হয়েছে নেত্রকোনাস্থ কলমাকান্দা পরিবার। শুক্রবার সন্ধায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ব্যাংক কর্মকর্তা এম জাহের উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ মোশফিকুর রহমান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দা উপজেলার বিভিন্ন ব্যাক্তিবর্গ বক্তব্য রাখের। এই সময় বক্তারা নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দার যে-কোন ব্যাক্তির বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন এবং নেত্রকোনায় অধ্যায়নরত শিক্ষার্থীদের বৃত্তি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম খোকনকে আহবায়ক ও মোঃ মোশফিকুর রহমান রুবেলকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।