এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ইং উদযাপিত হয়েছে।
বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী/বে-সরকারী দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া করা হয়।
নানা কর্মসূচীর মধ্যেও ছিলো হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে হরিণাকুন্ডু পৌরসভা সহ ৮ টি ইউনিয়ন থেকে আগত অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরণ কার্যক্রম। তথ্যাসূত্র জানান, হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের ব্যবস্থাপনায়, উপজেলার দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে (১০০০) হাজার বস্ত্র (ঈদ উপহার) হিসেবে তুলে দেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিকুজ্জামন। উপজেলার দুস্থ্য ও অসহায় মানুষের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি বিতরণে ঈদের আগে এসব বস্ত্র পেয়ে খুশী এসব মানুষেরা। জানাযায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সকাল ১০ ঘটিকায় এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা থেকে আসা বয়স্ক,বিধবা,ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ্য-অসহায় মানুষ এই সব শাড়ি গ্রহণ করেন।
নানা কর্মসূচীতে অংশগ্রহণ করে দিবসকে তাৎপর্যময় করে তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, অফিসার ইনচার্জ এম এ রউফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, হরিণাকুণ্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাধারণ সম্পাদক, আনিচুর রহমান, পৌর বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম টোটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা রিপন সহ আরো অনেকেই।
উল্লেখ্য জাতির শান্তি ও সমৃদ্ধির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল, ও বিশেষ প্রার্থনাও করা হয়।