টিপ টিপ বৃষ্টি পড়ে, টাপুর টুপুর গান,
মাটির সোঁদা গন্ধে ভরে যায় প্রাণ।
আকাশ কালো মেঘে ঢাকা, বিজলি চমকায়,
মনের মাঝে নতুন সুরের আবেশ ছড়ায়।
ভেসে যায় সব ক্লান্তি, ধুয়ে যায় যত ধুলো,
নবীন পাতায় সেজে ওঠে প্রতিটি তৃণমূল।
ছাদের চালে টুপটাপ, গাছের পাতায় রিমঝিম,
বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেন হয় স্বপ্নিল।
কদম ফোটে ডালে ডালে, কেয়া ওঠে সেজে,
বৃষ্টির ছোঁয়ায় সজীবতা আসে ফিরে।
আঁধার কেটে আলোর রেখা, হাসে মিষ্টি রোদ,
বৃষ্টি শেষে প্রকৃতি যেন পায় এক নতুন রুপ।