সুনামগঞ্জ, ১৩ জুন ২০২৫ – দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রণব কান্তি দাসের সভাপতিত্বে এবং জেলা কমিটির প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক বিধান চন্দ্র দাস ও সংগঠনের মহিলা সম্পাদিকা রূপালী সোম পম্পার যৌথ সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিমল বণিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজ, জাতীয় পরিষদের সদস্য সব্রত বসু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও কলি তালুকদার আরতি। এছাড়াও, সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাপদ সূত্রধর, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি, পৌর কমিটির সভাপতি প্রদপি চৌধুরী আঁচল, সাধারণ সম্পাদক সন্তো রায় সন্তু, সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অরুণ দে, মলি রায়, জবা ঘোষ, শিক্ষক প্রেমানন্দ দাস, বজ্রগোপাল বণিক, শংকর বণিক, অশোক গোস্বামী, মলয় দাস, টিটু দাস, প্রসেজিৎ নন্দী, রিংকু দাস, অজয় দে, সব্রত তালুকদার, চপল তালুকদার, রবীন্দ্র বণিক, বলাই এষ, বিধান দাস, লিটন দে, মণি কাঞ্চন দাস, কাজলী রানী দাস, সীমা দাস, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা সহ হিন্দু কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমল বণিক স্বাধীনতার ৫৩ বছরেও সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সঠিক বিচারের অভাবের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে প্রতিটি ধর্মের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করলেও স্বাধীনতার ৫৩ বছরেও এই দেশে সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়ে আসছেন। বিগত কোনো সরকারের আমলেই সংখ্যালঘুদের সুরক্ষায় কোনো আইন পার্লামেন্টে পাশ করা হয়নি। প্রতিটি সরকারের আমলে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হলেও এর সঠিক বিচার দেশে হয়নি।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এই সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সংখ্যালঘুদের প্রত্যাশা পূরণে দ্রুত একটি সংখ্যালঘু আইন প্রণয়ন করবে, সংখ্যালঘু মন্ত্রণালয় স্থাপন করবে এবং তাদের ৮ দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবে। তিনি সকল সংখ্যালঘুদের বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে দুটি নতুন কমিটি ঘোষণা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলায় সন্তোষ রায়কে নতুন সভাপতি ও সিদ্ধার্থ এষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একইসাথে পৌর কমিটিতে প্রদীপ কুমার চৌধুরী আঁচলকে সভাপতি ও বিধান চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই দুটি পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দরা জানান।