সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জন্মদিনের উষ্ণ অভিনন্দন ‘জাতীয় দৈনিক নববাণী’ পত্রিকার মফস্বল সম্পাদক এর প্রতি ! গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ন্যায্যমূল্যে পণ্য বিতরণ আত্মহত্যা প্রতিরোধে হরিণাকুণ্ডুতে উঠান বৈঠক পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব বগুড়া জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বগুড়ায় বিশাল উলামা সম্মেলনে রফিকুল ইসলাম খান – আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ আসনে ছাড় দিতে প্রস্তুত জামায়াত উল্টো রথের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ মন্দিরের রথযাত্রা সম্পন্ন। সোনালী লাইফ ইন্সুরেন্স লিঃ- গাজীপুর মেট্রো কর্তৃক আয়োজিত ব্যবসা পরিকল্পনা কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত ক্লিনিকের সেবা কার্যক্রম জোরদারকরণে সেমিনার হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন বগুড়ায় ভূয়া ব্যারিস্টার প্রতারক টাউট ফিটিংবাজ শামীম রহমান গ্রেফতার ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা বগুড়ায় ভুয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা বৃহত্তর উত্তরা প্রেসক্লাব ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাব এর যৌথ উদ্যোগে মৌসুমি ফলের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে বিরামপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা বেলকুচিতে শিশু বাচ্চা অপহরণ চেষ্টার অভিযোগ মাগুরার শালিখায় ফটকি নদী থেকে উদ্ধারকৃত-২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিল প্রশাসন মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ 

বিএনপি নেতাদের বাধায় স্থগিত দিরাই প্রেসক্লাবের নির্বাচন, সাংবাদিকদের ক্ষোভ

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দিরাই প্রেসক্লাবের  দ্বি বার্ষিক নির্বাচনে অবৈধভাবে বাধা প্রদানের অভিযোগ উঠছে, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী  বিরুদ্ধে।

ঈদের পরপর ১১জুন  নির্বাচন অনুষ্ঠানের দিনে ইকবাল ও মিজানের নেতৃত্বে পুর্ব  নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে  নির্বাচন অনুষ্ঠানে বাধা দেয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার ক্রেবের সাবেক যুগ্ম সম্পাদক রুদ্র মিজান নির্বাচন স্থগিত করতে বাধ্য হন। এরপর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষনা করে নোটিশ প্রদান করেন এবং নোটিশে  নির্বাচন অনুষ্ঠানের আগপর্যন্ত আহবায়ক কমিটি প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন তাও উল্লেখ করা হয়।

বিএনপি নেতাদের এমন ন্যাক্কার জনক ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিরাই প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী দৈনিক আমাদের সময়ের  প্রতিনিধি সোয়েব হাসান, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও সাধারন সম্পাদক পদপর্থী জিয়াউর রহমান লিটন, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি ও সহসভাপতি প্রার্থী তোফায়েল আহমেদ,  আমার সংবাদের প্রতিনিধি ও যুগ্ন সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দুর রহমান তালুকদার,দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি ও যুগ্ন সাধারণ সম্পাদক প্রার্থী আবু হানিফ চৌধুরী , দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সুমন রহমান সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ এ বিষয়ে বলেন, প্রেসক্লাব নির্বাচনে বিএনপির হস্তক্ষেপ খুবই দুঃখজনক, এ বিষয়ে জেলা বিএনপি কে অবগত করবেন বলে তিনি আশস্ত করেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কলিম উদ্দিন মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এমন কাজ বিএনপি কখনো সমর্থন করে না। স্বাধীন গণমাধ্যমে হস্তক্ষেপের বিষয়টি খতিয়ে দেখা হবে।

সাংবাদিকদের অভিযোগ, পৌর বিএনপির আহবায়ক কমিটিতে পদ ভাগিয়ে নেয়ার পর থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে প্রভাবসৃষ্টি করে ফায়দা হাসিল এমনকি নিরীহ নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে অবৈধ সুবিধা নিচ্ছেন তারা। তাদের এহেন কার্যকলাপ স্থানীয় সাংবাদিকরা ভাল চোখে দেখছেন না। এছাড়া সাংবাদিকদের একটি অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী কে দাওয়াত না দেয়ায় সাংবাদিকদের উপর চড়াও হয়ে প্রেসক্লাবে অধিপ্তত্য বিস্তারের অপচেষ্টা চালিয়ে যান। এখন তারা সাংবাদিকদেরও নিয়ন্ত্রণ করতে চাইছেন।

সহকারি নির্বাচন কমিশনার  সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল বলেন,যথাযথভাবে প্রেসক্লাবের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করি এবং ভোটের দিন নির্ধারিত সময়ে ভোট গ্রহনের সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্র জালাল সিটির হল রোমে উপস্থিত হই। ভোটগ্রহণের নির্ধারিত সময়ে তাদের এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদেরকে মর্মাহত করেছে।

এ বিষয়ে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রুদ্র মিজান জানান,দিরাই প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলাম, নির্বাচন সরঞ্জামাদি নিয়ে আসি ব্যালট পেপার মাধ্যমে ভোট গ্রহনের প্রাক্কালে কয়েকজন বিএনপি নেতা এসে নির্বাচন বাঁধা প্রদান করেন,তাদের বাধার মুখে নির্বাচন স্থগিত করতে বাধ্য হই। স্বাধীন গণমাধ্যমের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ কাম্য ছিল না। উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন’র সাথে যোগাযোগ করা হলে, তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক জানান, সাংবাদিকদের সংগঠন অরাজনৈতিক সংগঠন তাদের নির্বাচন নিয়ে আমার কোন মন্তব্য নয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী জানান,প্রেসক্লাবের নির্বাচনে যারা এই নগ্ন হস্তক্ষেপ করেছে এই দায় তাদের। এর দায়দায়িত্ব বিএনপি কখনো সমর্থন করেনা। স্বাধীন গণমাধ্যমের বিশ্বাসী দল বিএনপি। নির্বাচন বানচালের হোতা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন আমি এখন থানায় আছি, এ বিষয়ে পরে কথা বলবো। তবে নির্বাচনে বাধার বিষয়ে বলেন, আমি বাধা দেইনি, নির্বাচন স্থগিতের অনুরোধ করে আসছি। যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজন বিএনপির নেতা নিয়ে সেখানে যাই। এবং নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com