দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজনে ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল ৪ টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলার সাবেক আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, l
আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ইসলামি আইন কায়েম ছাড়া এ দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। টেন্ডার বাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, বালু খোড়, গাছ খোড় সব বন্ধ হবে যদি জালিম ও জুলুম বাজদের হাত থেকে দেশকে রক্ষা করা যায়। তাই আগামী দিনে দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীক কে জয়যুক্ত করার জন্য সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।