মহম্মদপুরে কলেজ ছাত্রদলের গঠিত কমিটির আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
মাগুরা জেলা প্রতিনিধিঃ
প্রচারিত হয়েছে :
সোমবার, ১৬ জুন, ২০২৫ /
৬২
জন দেখেছে /
Share
মাগুরার মহম্মদপুরে নবগঠিত আমিনুর রহমান কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এক আনন্দ র্যালি বের হয়।সম্প্রতি গঠিত আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদার ও সাধারণ সম্পাদক পিয়াল হাসানের নেতৃত্বে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়।রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতেই কলেজ ছাত্রদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।র্যালিটি মহম্মদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আহাদ চত্বরে এসে শেষ হয়।
আনন্দ র্যালি শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে ,,নবগঠিত কলেজ ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রদলের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।