
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’- প্রদান অনুষ্ঠানটি আয়োজন করছে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাঁকা সাহারা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মুখ হুমায়ুন সরকারকে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে সমাজকর্মী হিসেবে বিশেষ অবদানের জন্য স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ এবং ঢালিউডের আশির ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
আজীবন সম্মাননার পাশাপাশি জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান এবং বিশিষ্ট নৃত্য নির্দেশক ইভান শাহরিয়ার সোহাগ পেয়েছেন বিশেষ সম্মাননা।
স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান জানান মোট ৩০টি ক্যাটাগরিতে দেশসেরা ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ।
অনুষ্ঠানে যাঁরা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
চলচ্চিত্র ও টিভি তারকা জয় চৌধুরী, সজল, মামনুন ইমন, দীঘি, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক, সৈয়দ শুভ্র,নৃত্যশিল্পী মিম চৌধুরী ও নিকি আহমেদ,
সংগীতশিল্পী লুইপা, আকিব বিন আখতার ও আতিয়া আনিশা, মডেল সৈয়দ রুমা, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা,ফ্যাশন ও কোরিওগ্রাফি সংশ্লিষ্ট গৌতম সাহা ও এডলফ খান, সাংবাদিকতা ও মিডিয়ায় মাসুদা লাবণী ও কাজল হাজরা।
অনুষ্ঠান শেষে এক জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীতে অংশ নেন।
এই আয়োজনটি শুধুমাত্র একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা,মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতির অনন্য মঞ্চ হয়ে উঠবে।
