ময়মনসিংহের ভালুকায় গতকাল (১৪ জুলাই ) মা ও তার দুই সন্তানকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করে। ভালুকা থানার একটি সূত্র জানিয়েছে, নজরুলই ভালুকায় সংঘটিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী।
ভালুকা উপজেলায় সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনার পর থেকেই নজরুলকে গ্রেফতারে তৎপর ছিল।
গ্রেফতারের পর নজরুলকে ভালুকা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ আশা করছে, নজরুলকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং জড়িত অন্য কারো তথ্য পাওয়া যাবে।